হযরত ওমর বিন খাত্তাব (রা.) মসজিদ

সূরা-৬৩ : আল-মুনাফিকুন; আয়াত: ১০

আমি তোমাদের যে রিযিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবেঃ হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম।

আল্লাহ'র সন্তুষ্টি অর্জনের জন্য দান করুন

দানের ক্ষেত্র সিলেক্ট করুন
মোবাইল নাম্বার লিখুন
দানের পরিমাণ লিখুন

সূরা-৬৩ : আল-মুনাফিকুন

আয়াত: ১০

وَ اَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ اَحَدَكُمُ الْمَوْتُ فَیَقُوْلَ رَبِّ لَوْ لَاۤ اَخَّرْتَنِیْۤ اِلٰۤى اَجَلٍ قَرِیْبٍ١ۙ فَاَصَّدَّقَ وَ اَكُنْ مِّنَ الصّٰلِحِیْنَ

আমি তোমাদের যে রিযিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবেঃ হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম।

সূরা-২ : আল-বাক্বারাহ

আয়াত: ২৬১

مَثَلُ الَّذِیْنَ یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِیْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ١ؕ وَ اللّٰهُ یُضٰعِفُ لِمَنْ یَّشَآءُ١ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ

যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছেঃ যেমন একটি শস্যবীজ বপন করা হয় এবং তা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়, যার প্রত্যেকটি শীষে থাকে একশতটি করে শস্যকণা। এভাবে আল্লাহ‌ যাকে চান, তার কাজে প্রাচুর্য দান করেন। তিনি মুক্তহস্ত ও সর্বজ্ঞ।

সূরা-৯ : আত-তওবা

আয়াত: ১১১

اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِیْنَ اَنْفُسَهُمْ وَ اَمْوَالَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ١ؕ

আল্লাহ‌ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন।

সহীহ মুসলিম

হাদিস নং: ২২২১

আদী ইবনু হাতিম (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক টুকরা খেজুর দিয়ে হলেও তোমরা আগুন থেকে বাঁচো।

সহীহ বুখারী, মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ

বুখারী ৪৪৬, মুসলিম ৫৩৩, তিরমিযী ৩১৮, ইবনু মাজাহ ৭৩৬

উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করবেন।

মুসনাদে আহমাদ

হাদিস নং: ২২০১৬

মু‘আয ইবন জাবাল (রা.) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, সাদাকা (যাকাত) বা দান (খায়রাত) গুনাহসমূহ মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এমনিভাবে গভীর রাতে ব্যক্তির কিয়ামুল লাইল (তাহাজ্জু্দ)ও গুনাহসমূহকে মিটিয়ে দেয়।

দানের ক্ষেত্রসমূহ

মসজিদ কমপ্লেক্স নির্মাণ তহবিল

মসজিদ পরিচালনা ব্যয় তহবিল

মক্তব পরিচালনা তহবিল

ইফতার(রমজান) তহবিল

হযরত ওমর বিন খাত্তাব (রা.) মসজিদ এর নির্মান কাজ সম্পর্কিত তথ্য

জনাব, আসসালামু আলাইকুম। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হালিশহর বি-ব্লক পানির ট্যাংক ও মহেশ খাল সংলগ্ন হযরত ওমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদে গত ৪০ বছর ধরে মসজিদ সংলগ্ন ধর্মপ্রাণ মুসল্লীগণ নিয়মিত সালাত আদায় করছিলেন। সম্প্রতি সরকারের ‘জলবদ্ধতা ও পানি নিষ্কাশন এবং মহেশ খালের উভয় পাড়ে রাস্তা নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য গত ফেব্রুয়ারি, ২০২৩ এ মসজিদটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়। মসজিদটি ভেঙ্গে ফেলার পর মসজিদ কমিটির পক্ষ থেকে মুসল্লীগণের সালাত আদায়ের জন্য সাময়িক একটা জায়গার ব্যবস্থা করা হয় যেখানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ অনেক কষ্ট করে সালাত আদায় করেন। বিশেষ করে গত রমজান মাসে (২২ মার্চ ২০২৩ - ২১ এপ্রিল ২০২৩) মুসল্লীগণ অনেক কষ্ট স্বীকার করে সালাত আদায় করেন।

মসজিদের পূর্বের অবস্থান তথা মহেশ খালের অপর পার্শ্বে বি-ব্লক ১ নম্বর রোডের মাথায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অবন্দোবস্তকৃত ৫ কাঠা (৩৬০০ বর্গফুট) জমি রয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে মসজিদ কমিটির পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হতে উক্ত ৫ কাঠা (৩৬০০ বর্গফুট) জমি মসজিদের অনুকূলে স্থায়ীভাবে বরাদ্দ প্রদানের জন্য জোর প্রচেষ্টা চালানো হয়েছে।

মসজিদ কমিটির চেষ্টা ও তদ্বিরের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুন ২০২৩ তারিখে অনুষ্ঠিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৪৩তম বোর্ড সভায় মসজিদ নির্মাণের জন্য উক্ত ৫ কাঠা জমি শর্তসাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়েছে। শর্তানুযায়ী প্রতি কাঠা ২৫ লক্ষ টাকা হিসেবে ৫ কাঠা জায়গার সরকার নির্ধারিত মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা আগামী ৩ মাসের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে জমা দিতে হবে। উল্লেখ্য, ৫ কাঠা জায়গার জন্য সরকার নির্ধারিত মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ আরো আনুমানিক ২৫ লক্ষ টাকাসহ মোট ১ কোটি ৫০ লক্ষ টাকার প্রয়োজন হবে। জুম’আ বারের দান ও অন্যান্য এককালীন দান ব্যতিত মসজিদের আর অন্য কোনো আয়ের উৎস নেই। ফলে মসজিদের নিয়মিত দানের অর্থ দিয়ে সরকারের কাছ থেকে স্থায়ীভাবে জমি বরাদ্দ নেয়া একেবারেই অসম্ভব। এ পরিপ্রেক্ষিতে মুসল্লীগণের নিয়মিত সালাত আদায় এবং এতীম, দরিদ্র ও অসহায় বাচ্চাদের পবিত্র কুরআন শিক্ষা ও হেফজের লক্ষ্যে সরকারি জমি খরিদ ও মসজিদ পুনঃনির্মাণের জন্য আপনাদের মত আল্লাহভীরু, তাক্বওয়াবান ও মু’মিন ব্যক্তিদের স্মরণাপন্ন হয়েছি। মসজিদ নির্মাণে দানকারির বিষয়ে পবিত্র হাদীসে সুসংবাদ রয়েছে [সহীহ বুখারী ৪৫০ ও সহীহ মুসলিম ৫৩৩]।

হযরত উসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এমতাবস্থায়, মুসল্লীগণের নিয়মিত সালাত আদায় এবং এতীম, দরিদ্র ও অসহায় বাচ্চাদের পবিত্র কুরআন শিক্ষা ও হেফজের লক্ষ্যে সরকারের কাছ থেকে স্থায়ীভাবে জমি খরিদ ও মসজিদের বহুতল ভবন পুনঃনির্মাণের মত মহৎ কাজে সাধ্যমত দানের মাধ্যমে শরীক হওয়ার জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে সবিনয় আবেদন জানাচ্ছি।

আমাদের কার্যক্রমসমূহ

মসজিদ

দাতব্য কার্যক্রম

কোরআন শিক্ষা

হাদিস ও সুন্নাহ শিক্ষা

বয়স্কদের দ্বীনি শিক্ষা

এতিমদের সাহায্য প্রদান

আমাদের লক্ষ্যসমূহ

মসজিদ কমপ্লেক্স নির্মাণ

জেনারেল ও দ্বীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক মাদরাসা (অনাবাসিক)

শরয়ী সমাধান বিভাগ

বিনামূল্যে চিকিৎসাসেবাকেন্দ্র

উচ্চতর ইসলামী গবেষণাকেন্দ্র

শিশু-কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতিকেন্দ্র

ইমাম ও খতীবদের জন্য দাওয়াহ প্রশিক্ষণকেন্দ্র

ফ্যামিলি কাউন্সেলিং বিভাগ

সমাজকল্যান পরিচালনা বিভাগ

পাবলিক লাইব্রেরি

আধুনিক মিডিয়া বিভাগ

বিনীত নিবেদক

মসজিদ কমিটির পক্ষে

সভাপতি

মোঃ র. হ. ম. আলাওল কবির

উপসচিব

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়

alaol.kabir@gmail.com
01711570564

সাধারণ সম্পাদক

মোঃ এমদাদুল করিম সৈকত

01819620423

সিনিয়র সহ-সভাপতি

মোঃ ফরিদুজ্জামান

01674621634

সহ-সভাপতি

মোঃ শফি

01711011872

প্রচার সম্পাদক

এডভোকেট মোঃ জামাল হোসেন

এডভোকেট

advjamalctg50@gmail.com
01818851401

সম্মানিত উপদেষ্টা

মুফতি মোঃ সাঈদুল আলম

01815631943

অর্থ সম্পাদক

মোঃ নজরুল ইসলাম

01816140042

সদস্য

মোঃ নুরুল কবির

01672747051

সদস্য

মোঃ ইরফাত ইব্রাহিম

01812836521

সদস্য

ইঞ্জি. মোঃ আবু ইউসুফ

01816352502

হযরত ওমর বিন খাত্তাব (রা.) মসজিদ

সূরা-৬৩ : আল-মুনাফিকুন; আয়াত: ১০

আমি তোমাদের যে রিযিক দিয়েছি তোমাদের কারো মৃত্যুর সময় আসার পূর্বেই তা থেকে খরচ করো। সে সময় সে বলবেঃ হে আমার রব, তুমি আমাকে আরো কিছুটা অবকাশ দিলে না কেন? তাহলে আমি দান করতাম এবং নেককার লোকদের মধ্যে শামিল হয়ে যেতাম।

আল্লাহ'র সন্তুষ্টি অর্জনের জন্য দান করুন